প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় নৌকার নির্বাচনী প্রচারণার মাইকিং কালে সিএনজি অটোরিক্সায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয় একজন।
বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টায় পৌরসভার ৭নং ওয়ার্ড ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিক্সার অধিকাংশ অংশ ও মাইকসহ সরঞ্জাম পুড়ে যায়।
আহত হয় চান্দিনার বরকইট ইউনিয়নের কিছমত শ্রীমন্তপুর গ্রামের মৃত মান্তু মিয়ার ছেলে সিএনজি চালক শাহপরান (৩৬), শ্রীমন্তপুর গ্রামের বিল্লাল হোসেন (২২)। তাদের মধ্যে অগ্নিদগ্ধ শাহপরানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহত শাহপরান জানান, আমরা সিএনজি অটোরিক্সা যোগে নৌকার প্রচারনার মাইকিং করাকালে রাত পৌঁনে ৮টায় শ্রীমন্তপুর থেকে চান্দিনায় ফেরার পথে সিএনজি অটোরিক্সাটি ছায়কোট প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করার পর ঈগল প্রতীকের শ্লোগান দিয়ে ১৫-২০জন লোক আমাদের পথরোধ করে। এসময় নৌকার মাইকিং করা বিল্লাল হোসেনকে সিএনজি অটোরিক্সা থেকে নামিয়ে পিটিয়ে আমাকে সিএনজি অটোরিক্সায় রেখে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শী আলী আশরাফ জানান, চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে দৌঁড়ে এসে দেখি লোকজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে আমরা সকলের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনি। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com