অফিস রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা বয়কট করেন ইউপি চেয়ারম্যানরা। সভায় ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অংশ গ্রহণ করার কথা থাকলেও ১২জন চেয়ারম্যান অংশগ্রহণ করেননি। চান্দিনা পৌরসভার মেয়রও ওই সভা দুটিতে অংশ নেননি।
হামলার শিকার শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমাম হোসেন সরকার জানান, ‘গত ৩০ অক্টোবর চান্দিনা থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি বের করা হয়। এতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি থানার গেইটে গিয়ে পৌঁছলে বরকইট ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহানসহ সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। আমার গাড়ির চালককে মারধর করে গাড়িতে থাকা ১লাখ ৭০ হাজার টাকা লুটে নেয়। আমি থানায় ওসি সাহেবের রুমে গিয়েও নিরাপত্তা পাইনি।’
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন- ‘চেয়ারম্যানের উপর কোন হামলা হয়নি। তার ড্রাইভারের সাথে থানার বাইরে কে বা কারা ঝামেলা করেছে। সেদিন আমার কক্ষেই তিনি আশ্রয় নিয়েছিলেন।’
অভিযুক্ত মো. শাহজাহান বলেন, তার অভিযোগ সঠিক নয়। আমাদের নেতার বদনাম করার জন্য তিনি এমন অভিযোগ করেছেন। থানায় সিসি ক্যামেরা আছে। তা চেক করলে তার অভিযোগ যে মিথ্যা তা প্রমাণিত হবে।
এব্যাপারে আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার বলেন- ‘আজকের মিটিংয়ে সব চেয়ারম্যানদেরকেই চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা কেন আসেনি আমি জানি না।’
উপজেলা সমন্বয় কমিটির সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বক্সী বলেন- ‘আমি কয়েকজন চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছে- আপনারা চেয়ারম্যানদের নিরাপত্তা দিতে পারেন না। আপনাদের মিটিংয়ে কিভাবে যাবো ?’
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com