আমোদ প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় জুয়া খেলার জন্য খোলা মাঠ বেছে নিয়েছে জুয়াড়ি চক্র। কুমিল্লার চান্দিনা-দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা কৃষক সেজে চান্দিনা উপজেলার ঘাটিগড়া এলাকার মাঠে বসা জুয়ার বোর্ডে অভিযান চালান। পুলিশের অভিযানে ১০ জুয়াড়িকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় নগদ ৪০ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দিনা থানার উপ-পরিদর্শক আব্দুস সুলতান বাদী হয়ে শনিবার দুপুরে মামলা দায়ের করেন।
আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার দারোরা গ্রামের এরশাদ মিয়ার ছেলে মো. মামুন (২৫), কংগাই গ্রামের লক্ষণ চন্দ্র সরকারের ছেলে অমর চন্দ্র সরকার (১৯), মহিচাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৩৮), কংগাই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. আব্দুল জলিল (২৪), পুনসাই গ্রামের মোবারক হোসেন মো. ওয়াসিম (৩২), কেশেরা গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৮), হোসেনপুর গ্রামের মোতালেবের ছেলে সাইফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর আলমের ছেলে সোহেল মজুমদার (৩৫), ইয়াছিন মজুমদারের ছেলে মো. আলিম মজুমদার (২৫), ছিদ্দিুকুর রহমানের ছেলে শওকত হোসেন (১৯)।
চান্দিনা-দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা জানান- ‘আমরা জানতে পারি ঘাটিগড়া গ্রামের ফসলী মাঠের মাছের প্রজেক্টের পাড়ে ত্রিপল টানিয়ে জুয়া খেলা চলছে। যা সড়ক থেকে অনেক দূরে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে হানা দেওয়ার আগে দূর থেকে দেখেই পালিয়ে যেতে পারে সেই কৌশলেই ওই স্থানটি নির্ধারণ করে। এছাড়া প্রবেশপথ গুলোতে থাকে তাদের মোবাইল টিম। প্রশাসনের লোকজন দেখা মাত্র ফোন জানিয়ে দেওয়া হয় জুয়ার বোর্ডে। আমিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে কৃষকের পোশাক পরিধান করি। সাধারণ ভাবে জুয়ার বোর্ডে গিয়ে পুলিশ টিম ১০জনকে আটক করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন- ‘আসামীদের নামে চান্দিনা থানায় মামলা দাখিল করা হয়েছে। সবাইকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে’।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com