‘তিনি একজন কর্মতৎপর মানুষ’
প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা উপজেলা কৃষি অফিসার মনিরুল হক রোমেলকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকালে
কুমিল্লার চান্দিনা উপজেলার কৃষি ট্রেনিং সেন্টারে এই সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ ভার্মি কম্পোস্ট প্রডিউসার অর্গানাইজেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্গানাইজেশনের সভাপতি সাইফুল ইসলাম টুটুল।
বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উদ্যোক্তা এস এম সালাউদ্দিন ও সাইফুল ইসলাম ফরহাদ।
বক্তারা বলেন, উপজেলা কৃষি অফিসার মনিরুল হক রোমেল একজন কর্মতৎপর মানুষ। আধৃনিক ও লাভজনক কৃষির জন্য তার চেষ্টা নিরন্তর। তিনি দীর্ঘদিন চেষ্টা করে ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী কৃষকদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসেন। সে প্রেক্ষিতে চান্দিনা উপজেলায় বসেছে ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তাদের মিলন মেলা। তার হাত ধরে এই কৃষি আরো এগিয়ে যাবে।
উপজেলা কৃষি অফিসার মনিরুল হক রোমেল বলেন, জানি না নিজের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি। তবে কৃষক ও উদ্যোক্তাদের কল্যাণের জন্য সব সময় চেষ্টা করেছি। উদ্যোক্তারা যে ভালোবাসা দেখিয়েছেন তা আগামীর পথ চলায় পাথেয় হয়ে থাকবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com