চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ বিতরণ

 

উপজেলা রিপোর্টার, চান্দিনা ।।

কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি)  আওতায় চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) দুপুরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই চিকিৎসা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে জাপানি ওডিএ লোন এর আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চান্দিনার কারিগরি সহযোগিতায়, উপজেলা পরিষদের বাস্তবায়নে ২৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে এসব চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ফোর-ডি আল্ট্রাসনোগ্রাম, হরমোন এসডি বায়োসেন্সর সহ মোট ৮টি অত্যাধুনিক মেশিন রয়েছে।

অনুষ্ঠানে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌরসভার মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. ইকবাল হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূইয়া, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী শামীম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, কাউন্সিলর আকতার আহমেদ নাদিম, আবু কাউসার প্রমুখ।