অফিস রিপোর্টার।।
কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনের উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। মঙ্গলবার ওই তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি মো. লুৎফুর রেজা খোকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম। এসময় একমাত্র স্বতন্ত্র প্রার্থী মাও. সালেহ সিদ্দিকী’র মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী’র মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের সমর্থনের কাগজ জমা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও তিনি নিয়মানুয়ায়ী নির্ধারিত একটি সরকারি ফি জমা দেননি।
উল্লেখ্য-৩০ জুলাই অধ্যাপক মো. আলী আশরাফ এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com