প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ দেয়ায় নিজের শরীরে আগুন জ¦ালিয়ে আত্মহত্যার চেষ্টা করা অটোরিক্সা চালক মো. সবুজের (৩০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে ভর্তির ৫দিন শুক্রবার (১৮ এপ্রিল) না ফেরার দেশে পাড়ি জমান তিনি। নিহতের স্ত্রী খুশি আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
দুই সন্তানের জনক নিহত মো. সবুজ চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি চান্দিনা উপজেলা সদরের বেলাশহর এলাকায় ভাড়ায় বসবাস করে ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এর আগে গত ১৩ এপ্রিল (রবিবার) সন্ধ্যায় চান্দিনা উপজেলা সদরের সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় চুরির অপবাদ দিয়ে তার অটোরিক্সা ছিনিয়ে নেয়ায় নিজের শরীরের পেট্রোল ঢেলে আগুল জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সবুজ। এসময় তার শরীরের ৩৫শতাংশ পুড়ে যায় বলে জানান চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক।
জানা যায়, চান্দিনা হাসপাতাল রোডের ইউনুছ মিয়ার অটোরিক্সার গ্যারেজ ভাড়া নিয়ে সবুজসহ ৩জন ওই গ্যারেজে তাদের অটোরিক্সাগুলো রাখতো। পালাক্রমে তারা তিনজন পাহারাও দিতো। ২০২৪ সালের ৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টায় ওই গ্যারেজ থেকে ২টি অটোরিক্সা চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে চলতি বছরের ৪ মার্চ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা করেন। ওই মামলায় মানিক নামে একজনকে ধরে পুলিশে দেয় এলাকাবাসী। থানায় মামলা থাকাবস্থায় ওই রাতে এলাকার কয়েকজন মাতাব্বর স্থানীয় ভাবে মিমাংসা করার কথা বলে মানিককে থানা থেকে ছাড়িয়ে নিয়ে উল্টো সবুজকে চোর সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সবুজের পক্ষে ৫০ হাজার টাকা জরিমানা দেয়ার কোন সক্ষমতা না থাকায় সে ওই রায় মানেনি।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কয়েকজন মাতাব্বরদের পরোচনায় সালাউদ্দিন নামে এক ব্যক্তি সবুজকে আটক করে তার অটোরিক্সা নিয়ে যায়। তাকে চোর বলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে চাপ দেয়। এসময় সবুজ অপবাদ সহ্য করতে না পেরে প্রকাশ্যে নিজের গায়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।
সুবজের স্ত্রী খুশি আক্তার জানান, গরিবের জন্য আইন নাই, বিচার নাই। তারা (মাতাব্বররা) চোর ধরে ছেড়ে দিছে, আর আমার স্বামীরে চুরির অপবাদ দিয়ে জরিমানা করে! আমার স্বামী এই নির্যাতন সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন লাগিয়ে মারা গেছে। আমার স্বামীর অটোরিক্সাটিও ফিরিয়ে দেয়নি।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, অটোরিক্সা চুরির ঘটনার সময় আমি এ থানায় ছিলাম না। ওই চুরির ঘটনায় সবুজকে দায়ী করে চাপ সৃষ্টি করলে সে অপমান সহ্য করতে না পেলে নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। শুক্রবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com