প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ
চুলাচুলির পর হাসপাতালে নেয়ার পথে মারা যায় ইপিজেড কর্মী মাহমুদা
আমোদ প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের ২ নারীর চুলাচুলিতে আহত মাহমুদা বেগম (৪০) একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। কুমিল্লা নগরীর উনাইসার এলাকায় এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় অপর নারী রাহিমা বেগমকে আটক করেছে পুলিশ। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাহমুদা বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের মেটংঘর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। এদিকে আটক নারী জেলার বরুড়া উপজেলার শশীয়ার এলাকার বাসিন্দা রাহিমা বেগম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাহিমা বেগম ও মাহমুদা বেগম (৪০) উনাইসার এলাকায় একটি মেস নিয়ে ভাড়া থাকতো। তারা দুজনেই কুমিল্লা ইমপোর্ট এক্সপোর্ট জোন (ইপিজেড) এ একটি কোম্পানিতে চাকরি করতো। সোমবার সকালে তারা নিজেরা ঝগড়া লাগে। এতে তারা চুলাচুলি করার একপর্যায়ে মাহমুদা গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ইনচার্জ মোখলেছুর বলেন, চুলাচুলির একপর্যায়ে মাহমুদা আহত হলে তাকে হাসপাতালে নেয় বাড়ির মালিক। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আমরা মরিয়মকে আটক করেছি।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ডিউটি ডাক্তার মাহমুদাকে মৃত ঘোষণা করলে তারা আর হাসপাতালের ভেতরেও আসেনি। মাহমুদা হাসপাতালে আনার পথেই মারা গেছেন। তারা বাইরে থেকেই নিয়ে চলে গেছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com