চেক ডিজঅনারের মামলা করায় অপপ্রচার
প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আউটিয়াখোলা গ্রামের ঠিকাদার মোঃ আবদুল কাদের চেক ডিজঅনার মামলা দায়ের করায় তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন। রোববার বিকেলে কুমিল্লা নগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, আমি মেসার্স কামরুল এন্টারপ্রাইজের একজন প্রোপ্রাইটর। দেবিদ্বার উপজেলার বোশনা গ্রামের সফিকুল ইসলামের ছেলে কাজী লোকমান হোসাইনের নিকট ঠিকাদারী কাজের ২২ লক্ষ ৭৫ হাজার টাকা পাই। এর মধ্যে এলজিইডি থেকে বিল বাবত ১৩ লক্ষ ৬৪ হাজার ১ শত ১৩ টাকার আমাকে একটি চেক প্রদান করা হয়। এই চেক এনআরবিসি ব্যাংক কুমিল্লা কান্দিরপাড় শাখায় লোকমানের একাউন্টে জমা করি। বিনিময়ে ঐ চেকের বিপরীতে লোকমান হোসাইন আমাকে ১৩ লক্ষ টাকার একটি চেক দেন। টাকা তুলতে গিয়ে ব্যাংকে গিয়ে দেখি লোকমানের একাউন্টে কোন টাকা নেই। এনিয়ে কুমিল্লার আদালতে একটি চেক ডিজঅনার মামলা দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে লোকমান আমাকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন প্রকার মিথ্যা সংবাদ প্রচার করে।
এদিকে অভিযোগকারী লোকমান হোসাইনের মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় তার কোন প্রকার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।