প্রতিনিধি।
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোটরবাইক চুরি করে সেগুলো ভারতে পাচার করতো। বিনিময়ে ভারত থেকে মাদক নিয়ে আসতো চোর চক্র। এমন একটি সক্রিয় চোরচক্রকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে জেলা ৯ জন চোর এবং তাদের চোরাই ১১ টি মোটরবাইক জব্দ করে। বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।
জেলা পুলিশ সুপার আবদুল মান্নান সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাজেস বড়ুয়ার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম বুধবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোটর সাইকেল চোর চক্রের সদস্য নগরীর শাকতলা এলাকার -রেশমত আলীর ছেলে মোঃ শাকিব (৩৪), মধ্যম আশ্রাফপুর এলাকার শহিদ মিয়ার ছেলে মোঃ সৈকত (২২), লালমাই উপজেলার মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ শাহদাত হোসেন (৩৮), সদর দক্ষিণ উপজেলার কলেজপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন (২৫), লালমাই উপজেলার দত্তপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ রিপন (৩৫), সদর উপজেলার বালুতুপা গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৬), নগরীর নুরপুর এলাকার হোসেন মিয়ার ছেলে মোঃ মাসুদ (২৮), সদর উপজেলার বালুতুপা গ্রামের শফিক মিয়ার ছেলে মোঃ আজাদ হোসেন আবাদ (৩১), সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ সায়মন (৩৩) গ্রেফতার করে। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক চোরাই ১১ টি মোটরবাইক জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, কুমিল্লার বিভিন্ন এলাকায় তাদের একটি সক্রিয় সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেটের সদস্যরা মোটরবাইক চুরি করে চোরাইকৃত মোটরবাইক তারা ভারতে পাচার করে বিনিময়ে দেশে মাদকের চালান নিয়ে আসতো। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com