উপজেলা রিপোর্টার.চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৩), মুন্সীরহাট ইউনিয়নের পেঁচাইমুড়ি গ্রামের মৃত হলদু মিয়ার ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: মফিজুর রহমান (৪৫), পৌরসভাধীন চাঁন্দিশকরা পাটোয়ারী বাড়ীর মৃত শামসুল হক পাটোয়ারীর ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: বদিউল আলম পাটোয়ারী (৫৩) ও পৌরসভাধীন লক্ষ্মীপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৬)। আটককৃতদেরকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।
তিনি জানান, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যৌথ বাহিনী কর্তৃক ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করেছে। এদের মধ্যে কয়েকজনই আওয়ামী লীগের পদধারী ব্যক্তি। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মামলা ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অপকর্মের সাথে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দুষ্কৃতিকারী ও অপকর্মের সাথে জড়িতদের গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com