প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকিয়া সরওয়ার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে মডারেটর ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। বিচারক ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রভাষক সাহেরা খান, সাথী তরফদার ও সানজিদা আক্তার। ট্রাইমার ছিলেন শিক্ষক আবুল খায়ের পাটোয়ারী। বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় টিম চ্যাম্পিয়ান, মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয় টিম রানার্স আপ ও শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মাঈশা তারান্নুম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আটটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। এছাড়া রচনা প্রতিযোগিতায় চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজা আক্তার লুবনা প্রথম, চৌদ্দগ্রাম এইচ জে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার শামীম দ্বিতীয় ও মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুদ্বীপ দেবনাথ তৃতীয় স্থান অর্জন করে। অতিথিবৃন্দ বিজয়ী টিম, বিজয়ী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও অংশগ্রহণকারী সকলের মাঝে মেডেল বিতরণ করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com