অফিস রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে নামাজ পড়া অবস্থায় কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক মাকে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্করকে (৪০) আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খায়রুন নেছা (৮০) ওই গ্রামের ক্বারী আনোয়ার উল্যার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হত্যাকারী আবু বক্কর বিডিআর বিদ্রোহ মামলার আসামি হিসেবে দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আসে। এরপর থেকে সে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। রোববার দুপুরে তার মা খায়েরুন নেছা নামাজ পড়াকালীন সময়ে ছেলে আবু বক্কর কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে মাকে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই খায়রুন নেছার মৃত্যু হয়। এদিকে ঘরের অন্য সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এসে ছেলে আবু বক্করকে আটক করে। স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
সূত্র আরো জানায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় কিছুদিন আগে বক্করের স্ত্রী চলে যায়। তার একটি মেয়ে রয়েছে।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com