স্টার লাইন বাস কাউন্টারে হামলা
উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানির একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছেন। নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরমোহর গ্রামের এজহার আহমেদের ছেলে।
সোমবার (২০ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।
হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থল কাশিনগরের উদ্দেশ্যে বাই সাইকেলযোগে রওনা করেন প্রাণ কোম্পানির সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) বেলাল হোসেন। পথিমধ্যে তিনি মহাসড়কের বাবুচি এলাকায় পৌঁছলে ঢাকামুখী লেনে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির বাস তার বাই সাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যান। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসে। সকল আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন।
দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে প্রাণ কোম্পানির ১০/১২ জন বিক্রয় প্রতিনিধি চৌদ্দগ্রাম বাজারস্থ স্টার লাইন পরিবহনের কাউন্টারে হামলা করেন। তারা কাউন্টারে ম্যানেজার ও ইনচার্জকে এলোপাথাড়ি মারধর করেন। ঘটনার পরে স্টার লাইন কর্তৃপক্ষ চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com