চৌদ্দগ্রামে ২জন মাদক কারবারি আটক

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার সদর থানার মো: আকাব্বর আলীর ছেলে মো: বায়েজীদ হোসেন (৩০) ও চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের দ্বিতীয় বদরপুর (মিরশ্বানী টিলা) গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মো: তাজুল ইসলাম (২৮)। আটককৃতদের আদালতের মাধ্যম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

inside post

তিনি জানান, থানা পুলিশ অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ পূবালী ব্যাংকের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ পটুয়াখালী জেলার সদর থানার মো: বায়েজিদ ইসলামকে আটক করে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সাড়ে বারোটায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি আভিযানিক দল উপজেলার মিরশ্বানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তার মাথা থেকে ৫১ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো: তাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত তাজুল ইসলামের বাড়ি উপজেলার কালিকাপুর ইউনিয়নের দ্বিতীয় বদরপুর (মিরশ্বানী টিলা) গ্রামে।
আটককৃতদের বিরুদ্ধ মাদক নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন