চৌদ্দগ্রামে ৪৯ জনের বিনামূল্যে ছানি অপারেশন

প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামে অবস্থিত ‘ভার্ড কামাল চক্ষু হাসপাতাল’ এর উদ্যোগে বিনামূল্যে ৪৯ নারী ও পুরুষ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের সিনিয়র এসিসটেন্ট ম্যানেজার শ্যামল দেব।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চক্ষু সেবায় ভার্ড ২৭ বছর অতিক্রম করেছে। পন্নারায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালে বুধবার স্পৃহা ফাউন্ডেশনের অর্থায়নে ৩০ জন, হাসপাতালের পেইড রোগী ফেকো, সিকস্, গ্রাফটিং, ডিসিআর ১৯ জনসহ মোট ৪৯ জন নারী ও পুরুষ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। হাসপাতালের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ রবিউল হাসান আকন্দ উন্নত প্রযুক্তিতে লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন সম্পন্ন করার পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। এতে রোগী, রোগীর অভিভাবকসহ সকলেই সন্তোষ প্রকাশ করেছেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস(ভার্ড- ইসিএস) লিঃ এর ভার্ড কামাল চক্ষু হাসপাতাল ও স্পৃহা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সিনিয়র এসিসটেন্ট ম্যানেজার শ্যামল দেব বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে সফলভাবে ৪৯ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। পরিচিত চোখের ছানি রোগী ভার্ড কামাল চক্ষু হাসপাতালে পাঠানোর অনুরোধ করছি।
