প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ১২টি নরমাল ডেলিভারি হয়েছে। এবং চলতি মাসের গত ২২ দিনে হয়েছে ৭৬ নরমাল ডেলিভারি।
বেসরকারি হসপিটাল গুলোর গর্ভবতী সিজার ব্যবসার বিপরীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নরমাল ডেলিভারির এই খবরে আশা জাগিয়েছে সর্বমহলে।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী যোগদানের পর থেকে হসপিটালে চিকিৎসা সেবায় অনেক পরিবর্তন আনেন। এরই ধারাবাহিকতায় প্রসূতিসেবায় পরিবর্তন আসে। এবং গত ২৪ ঘন্টায় ১২ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। চলতি মাসে গত ২২ দিনে ৭৬ নরমাল ডেলিভারি ছাড়াও করা হয় ৬ টি সিজার ডেলিভারি।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগের সিনিয়র স্টাফ নার্স হাসিনা বলেন,'আমরা ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে অপেক্ষমাণ প্রসূতি বেশি হলে কুমিল্লা মেডিকেলে নেয়ার পরামর্শ দিই।'
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী বলেন,'২৪ ঘন্টা বিনামূল্যে নরমাল ডেলিভারি করা হচ্ছে। প্রতি মাসে ১০০ এর অধিক নরমাল ডেলিভারি করা হয়। এবং যাবতীয় ঔষধ বিনামূল্যে দেয়া হয়।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com