ছাত্রদল নেতার অনুষ্ঠানে অতিথি আ.লীগ নেতা!

 

inside post

অফিস রিপোর্টার:

ছাত্রদলের কেন্দ্রীয় নেতার অনুষ্ঠানে আ.লীগ নেতাকে অতিথি করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে চলছে নানা সমালোচনা।

খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ছাত্রনেতা আল-আমিন আকাশের সহধর্মিনী অ্যাড. শাহীন সুলতানা খুকী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়ন পরিষদের ভাজরা এসইএসডিপি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত হন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ে আয়োজনে রোববার (২৯ জুন) দুপুর দেড়টায় বিদ্যালয়ের আঙ্গিনায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান হিসেবে ছিলেন কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সিদ্দিকী আকাশ। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগ নেতা, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর ঘনিষ্টজন মুখলেসুর রহমান।

এ অনুষ্ঠানে আলোচনার পর আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। এতে একটি ছবিতে দেখা যায়  আওয়ামী লীগ নেতা মুখলেসুর রহমানে সংবর্ধনা অনুষ্ঠানে পাশে বসে আছে। আর তার পাশেই দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন আকাশ। অপর একটি ছবিতে দেখা যায় ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় নেতা এবং এই বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাড. শাহীন সুলতানা খুকীর হাত থেকে ক্রেস্ট নিচ্ছেন  মুখলেসুর রহমান। এছাড়া এই অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম আখন্দ ও স্বঘোষিত যুবলীগ নেতা ও আওয়ামী লীগের অর্থের যোগানদাতা ভাজরা গ্রামের বাসিন্দা ঢাকার ব্যবসায়ী দিদারুল আলমকেও সংবর্ধনা দেওয়া হয়। তবে বিপত্তি বাধে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ওয়ালে পোস্ট দেওয়ার পর। ৬ জুলাই এই সংবর্ধনা অনুষ্ঠানের কিছু ছবি মুখলেসুর রহমান তার ফেসবুক আইডি থেকে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফছিহউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,” আমি এই সংর্বধনা অনুষ্ঠানটি করার পক্ষে ছিলাম না। এলাকার লোকজন আমাকে চাপ দিয়ে অনুষ্ঠানে থাকতে বাধ্য করে এবং অনুষ্ঠানটি আমার ইচ্ছের বিরুদ্ধে করে। এটা নিয়মবহির্ভূত।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি জানান,” যদি একজন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা এমনটা করে থাকে তাহলে এটা অমার্জনীয় অপরাধ। এমন বিষয়ে বিএনপির হাইকমান্ড খুব সোচ্চার। এই ছাত্রদল নেতার বিষয়ে আমরা কেন্দ্রে জানাব।”

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সিদ্দিকী আকাশের ব্যবহৃত মুঠোফোনে কল করে জানতে চাইলে তিনি জানান,” আমি জানি মুখলেসুর রহমান আওয়ামী লীগের পদধারী নেতা নয়। সে এলাকায় সামাজিক কাজ করে। তাই তাকে এলাকার উন্নয়নকাজের স্বার্থে রেখেছি। তবে শুনেছি সে আওয়ামী লীগ আমলে উপজেলা চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর কাছের লোক ছিল। যাই হোক আমি এসব বিষয়ে সামনে সতর্ক থাকব।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম আখন্দ কেনো এই মঞ্চে অতিথি হলো ও সংবর্ধনা পেলো এ বিষয়ে জানতে চাইলে আল-আমিন সিদ্দিকী আকাশ জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম আখন্দ এখানে কখন কীভাবে আসল তা আমি জানি না। গ্রামের লোক হিসেবে কেউ আসলে তো আর নিষেধ করা যায় না।

এছাড়াও স্কুলের নবগঠিত কমিটির সভাপতিকে সংর্বধনা প্রদানের বিষয়টি নিয়মবহির্ভূত এমন প্রশ্নের জবাবে আল-আমিন সিদ্দিকী আকাশ জানান,” এই অনুষ্ঠান এলাকার লোকজন আয়োজন করেছে। অ্যাড. শাহীন সুলতানা খুকী আমার স্ত্রী এটা ঠিক। তবে সকলের সমন্বয়ে এই অনুষ্ঠানটি হয়েছে।”

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম জানান,” এ বিষয়টি স্কুলের ঐকান্তিক ও অভ্যন্তরীণ বিষয়। “

আরো পড়ুন