প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ণ
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কিশোরী অপরহরণ মামলা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সুমন রানার বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের কিশোরীর বাবা বাদী হয়ে ছাত্রলীগ নেতা সুমন ও তাঁর পিতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় অপহরণের মামলা দায়ের করেছেন।
ছাত্রলীগ নেতা মো. সুমন রানা কসবা পৌর এলাকার তালতলা (নিতাইনগর) গ্রামের মো. আজিজুল হকের পুত্র এবং কসবা উপজেলা ছাত্রলীগ আহবায়ক কমিটির সদস্য (সাবেক প্রচার সম্পাদক)। গত ১২ জুলাই সন্ধ্যায় সুুুমন পরিকল্পিতভাবে একই গ্রামের আবুল কালামের বসতবাড়ির গেইট থেকে তার কিশোরী কন্যা উম্মে আয়মন আক্তারকে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে। এ ঘটনায় পরদিন কিশোরীর পিতা থানায় দায়ের করেন অপহরণ মামলা।
কিশোরীর পিতা আবুল কালাম মামলায় অভিযোগ করেন, সুমন রানা তাদের নিকটাত্মীয় ও পাশাপাশি বাড়ির। গত ১২ জুলাই তার কন্যা উম্মে আয়মন আক্তারকে পৌর এলাকার
তালতলা (নিতাইনগর) গ্রামের আজিজুল হকের পুুুুত্র সুমন রানা অপহরণ করে। এর আগে সুমন বিয়ের প্রস্তাব দিলে রাজি হয়নি। এই কারণেই কিশোরী আয়মনকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। তাঁর মেয়েকে বিয়ে পড়ানোসহ ধর্ষণের আশঙ্কা করছেন তিনি। এ ঘটনায় পরদিন ১৩ জুলাই তিনি বাদী হয়ে মো. সুমন রানা (২৭), তার পিতা মো. আজিজুল হক, চাচা শামসুল হক, মো. আমান উল্লাহ, নূরে আলম শহীদ নামে আরেক আত্মীয়সহ পাঁচজনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন। তবে সুমন রানার পিতা আজিজুল হক এই অভিযোগ অস্বীকার করে বলেন, 'ওই মেয়েই আমার ছেলেকে নিয়ে চলে গেছে। এখন আমিসহ পরিবারের সদস্যদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।'
মামলার বাদী আবুল কালাম বলেন, 'সুমন রানা দলীয় পদ-পদবীর প্রভাব দেখাতো। এর আগেও আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। দলের প্রভাবসহ বড় বড় নেতাদের সাথে কানেকশন থাকার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করাসহ হুমকি দিতো। সুমন খারাপ উদ্দেশ্যে আমার কন্যাকে অপহরণ করেছে। আমি আইনমন্ত্রীর কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।' কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন বলেন, 'আবুল কালাম তার কন্যা অপহরণেরর দায়ে সুমন রানার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আমি এই বিষয়টি মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে অবগত করেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থ্যা নেওয়া হবে।'
কসবা থানার পরিদর্শক (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সুমন রানাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।অপহরণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করাসহ মামলায় অভিযুক্তদেরকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com