আমোদ প্রতিনিধি ।।
কুমিল্লায় চোখে কালো কাপড় বেঁধে ধর্ষণ, গণধর্ষণ এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। নগরীর টাউনহলের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। ছাত্রীদের হাতে ধরা ফেস্টুনে লেখা- তারপর কি আমি? এরপর কি আমার পালা?
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের কুমিল্লা শাখার সহ-সভাপতি এম এ হামজা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম, সাইফ হোসেন, সুলতান আহম্মেদ, কুমিল্লা মহিলা কলেজের ছাত্রী সামিয়া হক, মারুফা মজুমদার এবং ভিক্টোরিয়া কলেজের ছাত্র নাহিদুল ইসলাম প্রমুখ।
টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনের সদস্যরা। এ সময় বক্তারা ধর্ষণ ও যৌন নির্যাতনের জড়িতদের শাস্তির দাবি জানান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com