প্রতিনিধি।।
নির্মাতা দীপংকর দীপন ব্রিটিশবিরোধী আন্দোলনের সশস্ত্র নারী বিপ্লবী সুনীতি চৌধুরী, শান্তি ঘোষ ও প্রফুল্ল নলিনী ব্রহ্মের শ্বাসরুদ্ধকর অভিযানকে রুপালি পর্দায় তুলে ধরছেন। ছবির নাম ‘ছাত্রী সংঘ’। এই ছবির জন্য অভিনয়শিল্পী বাছাই করেছেন পরিচালক। প্রতিভা অন্বেষণ আয়োজন করে বিভিন্ন চরিত্রের মাপে ২০ অভিনয়শিল্পীকে কুমিল্লা অঞ্চল থেকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে।
‘ছাত্রী সংঘ’ চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ সিনেমার মাধ্যমে কুমিল্লার মেধাবীরা যেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে পারে, সে অভিপ্রায়ে রজত ফিল্মস অভিনয়শিল্পী বাছাইয়ের এ আয়োজন করেছে। ১১-১৩ মার্চে প্রাথমিক বাছাই এবং ১৭-১৯ মে স্ক্রিন অভিনয়ের প্রস্তুতি বিষয়ে একটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করে। এ প্রশিক্ষণে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি পেশাদার শুটিং ও সম্পাদনার মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ২০ জনকে ‘ছাত্রী সংঘ’ সিনেমার বিভিন্ন চরিত্রের জন্য নির্বাচিত করা হয়।
ট্যালেন্ট হান্ট থেকে পাওয়া ২০ জনই থাকছেন রজত ফিল্মস প্রযোজিত এ সিনেমার অভিনয়ে। থাকছেন ঢাকাই তারকারাও। শিগগিরই রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘ছাত্রী সংঘ’-এর তারকা শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানান নির্মাতা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com