আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা নগর উদ্যানে ছুটির দিনে ছবির হাট বসেছে। শুক্রবার নগর উদ্যানে সিটি করপোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের আয়োজনে ছবির হাট বসানো হয়। এতে বড়দের সাথে উৎসুক শিশুদের উপস্থিতি দেখা গেছে।
দর্শনার্থী নিলুফা পারভীন বলেন, বেসরকারি চাকরি করি। শুক্রবার ছাড়া বের হওয়ার সুযোগ নেই। পার্কে এসে দেখলাম এখানে অনেক ছবি। তাই সন্তানকে ছবি দেখাচ্ছি। এখানে কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য, গ্রাম বাংলা, মানুষের জীবনসহ নানা বিষয়ে ছবি রয়েছে। দেখে খুবই ভালো লাগছে।
সিটি করপোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের প্রধান শিল্পী মোহাম্মদ শাহীন বলেন, বিশেষ দিবস ও প্রতি মাসে একবার এখানে ছবির হাট বসে। আমাদের তৈরি কয়েকশ' ছবি রয়েছে। সে সকল ছবি দিয়ে প্রদর্শনী করা হয়। এছাড়াও প্রতিদিন অংকনশালা সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে যে কেউ ছবি দেখতে ও ক্রয় করতে পারবেন। আমরা শিল্পমনা একটি নবীব প্রজন্ম তৈরির প্রচেষ্টারত।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com