স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাই উপজেলার বড়তুলা উত্তর গ্রামে জমি দখলমুক্তের মামলা করায় বাদী অহিদুর রহমান খোকনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। হাসপাতালের বেডে পায়ে প্লাস্টার,হাতে ও মাথায় ব্যান্ডেজ নিয়ে শুয়ে কাতরাচ্ছেন তিনি। তিনি উপজেলার বড়তুলা উত্তর গ্রামের রুস্তম আলীর ছেলে।
তিনি বলেন,প্রতিবেশী মজিবুর রহমান ও সামছুল আলম থেকে ১৯ ও ১৭ শতক জমি ক্রয় করেন। তিনি প্রবাসে গেলে ১৭শতক জায়গা তারা দখলে নিয়ে যান। তিনি জমি উদ্ধারে এই নিয়ে ব্রাহ্মণপাড়া জজ আদালতে ৯২/২৩ নম্বও দেওয়ানী মামলা দায়ের করেন। মামলা দেয়ার পর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছিল। তাকে বিভিন্ন সময় মামলা তুলে নিতে বললেও তিনি রাজি হননি। এতে আরিফুর রহমান,শহিদুল ইসলামের নেতৃত্বে চলতি বছরের ৪মে তার ওপর হামলা করেন জাভেদ,রাজীব,রুবেল,জাকির, কামাল ও জিয়া। তিনি বলেন, এখনও যে বেঁচে আছি এটা স্বপ্নের মতো মনে হয়। তারা ছেনি দিয়ে হাত- পা ও মাথায় এলোপাতাড়ি কুপিয়েছে। এছাড়া রড দিয়ে পিটিয়েছে। পা ভেঙে দিয়েছে। কেউ গলায় ছেপে ধরেছে। কেউ পা ধরে ধানের জমিতে টানাহেঁচড়া করেছে। তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েও মুক্তি পাননি। হামলার সময় গ্রামের মানুষ জড়ো হলেও ওদের হাতে অস্ত্র দেখে তারা এগিয়ে আসতে পারেননি। একসময় তারা তাকে মৃত ভেবে ফেলে যান। তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন বলেও জানান। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
অভিযুক্ত সামছুল আলম বলেন,তাদের বিরুদ্ধে করা অহিদুর রহমান খোকনে অভিযোগ সঠিক নয়। গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করায় হয়তো তারা ক্ষুব্ধ হয়ে হামলা করেছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com