অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন বালকদলকে জেলা প্রশাসনের সংবর্ধনা
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে তারুণ্য উৎসব ২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুমিল্লা জেলা বালকদল চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব ১৭ বিজয়ী দলকে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ও কোচ মাহমুদুল আলম তুহিন।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, জাতীয় পর্যায়ে কুমিল্লার সন্তানদের ভূমিকা রয়েছে। কুমিল্লা থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন। এখান থেকে আরো জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। খেলার পাশাপাশি পড়ার প্রতিও মনযোগী হতে হবে। খেলাধুলাকে জীবিকা হিসাবে নিতে হলে, একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিজেকে তৈরি করতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com