জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী

প্রতিনিধি।।
মামলায় আটককৃত কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন।
১৩ আগস্ট (বুধবার) কুমিল্লা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন। জামিনে মুক্তি পাওয়ার পর বিকেলে কুমিল্লা জেলা পরিষদের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটিতে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সদ্য কারামুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা বলেন, যে মুরাদনগর থানাকে আমাদের নেতা কায়কোবাদ দাদার নির্দেশে পাহারা দিলাম, সকল পুলিশ সদস্যদের খাবারের ব্যবস্থা করলাম সেই পুলিশ আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ বলেন, আমাদের খোঁজ নিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় ছাত্রদল সেক্রেটারিকে পাঠিয়েছেন। কারাগারে খাবার পাঠিয়েছেন। আমাদের সার্বক্ষণিক খোঁজ রেখেছেন মুরাদনগরের মাটি ও মানুষের নেতা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
উল্লেখ্য, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলার অভিযোগে এবং স্থানীয় সমন্বয়ক ওবায়দুল্লার ওপর হামলার ঘটনা দেখিয়ে বিএনপির উপজেলা আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর একটি করে পুলিশ, অন্যটি দায়ের করেন ওবায়দুল্লাহ।
