প্রতিনিধি।।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রাশনের আয়োজনে এ প্রতিকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৮ জুলাই কুমিল্লা স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়ে ঈদগাহ মোড়, ফৌজদারী মোড়, পুলিশ লাইন, কান্দিরপাড় হয়ে আবার স্টেডিয়ামে শেষ হয়। সাড়ে পাঁচশত দৌঁড়বিদ ম্যারাথনে অংশ নেন। প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়–য়া, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আমিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম, শহীদ সাদমানের মা কাজী শারমিন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানীসহ জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের এ বাংলাদেশ উপহার দিয়ে গেছে। আমাদের এখন দায়িত্ব এ অর্জনকে রক্ষা করা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com