জেএসডি সম্পাদক আব্দুল মালেক রতনের ইন্তেকাল

 

প্রতিনিধি |
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ইন্তেকাল করেছেন। সোমবার (২৪জুন) সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আব্দুল মালেক রতনের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামে। তিনি ওই গ্রামের ফকির বাড়ির মৃত আমান উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মালেক রতনের প্রতিবেশী মোজাফফর আহমেদ।

মোজাফফর আহমেদ আরো জানান, বিকেল ৫টায় বসুন্ধরা আবাসিক এলাকার বড় মসজিদে তার জানায সম্পন্ন হয়েছে। বর্তমানে তার তিন মেয়ে প্রবাসে অবস্থান করছেন। সবাই মঙ্গলবার বিকেলে দেশে আসবেন। আগামী বুধবার বিকেলে আজিমপুর কবরস্থানে  তাকে দাফন করা হবে। লাশ রাজধানীর বার্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আব্দুল মালেক রতন টানা ১৭ বছর জেএসডি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসন থেকে ৪ দলীয় জোটের অংশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (ধানের শীষ) প্রতীকে মনোনীত প্রার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।