বাতিসায় বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল
উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাতিসা ইউনিয়ন ২নং ওয়ার্ড পাটানন্দী ডলবা বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্প্তিবার পাটানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুরআন তেলাওয়াতের মধ্যে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক কামরুল হুদা। এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান দেশের বাইরে থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। অনেকেই বলে থাকেন জুলাই ১৮ থেকে ৫ আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে এ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমরা বলি ১৭ বছর তারেক রহমান সেই পটভূমি রচনা করেছেন। তারেক রহমান আমাদের পাশে ছিলেন। আমাদেরকে রাস্তায় পাঠিয়েছেন। আমরা জেল জুলুম নির্যাতনের পরও রাজপথ ছেড়ে যাইনি।
চাঁন্দকরা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কর্নেল(অবঃ) শাহাদাত হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সহ-সাধারণ সম্পাদক এনামুল হক চুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, বাতিসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আজাদ পালোয়ান হিরন, কনকাপৈত ইউনিয়ন যুবদল সভাপতি কাজী মহিন উদ্দিন নয়ন, সাবেক ওয়ার্ড বিএনপি নেতা আবদুল হাই, বাতিসা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মোঃ রানা। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল হক, সেক্রেটারি আবদুল মন্নান মুনাফ, উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক শাহাদাত হোসেন, বাতিসা ইউনিয়ন যুবদল আহ্বায়ক কামরুল ইসলাম ভুঁইয়া, উপজেলা কৃষকদল নেতা ইসমাইল হোসেন স্বপন, মাইন উদ্দিন লিটন, ইকবাল হোসেন বিপু, ওয়াসি উদ্দিন রিপন, ওয়ার্ড কৃষকদল সভাপতি বাহার মিয়া, ইউনিয়ন যুবদল যুগ্ন আহ্বায়ক শাহেদ মামুন, উপজেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন, শুভ, জিসান, জাহিদ, ইমাম, রাকিব, সিয়াম প্রমুখ।
অনুষ্ঠান শেষে কামরুল হুদা চাঁন্দকরায় বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক কাজী ফরহাদের পিতার কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com