টেন্ডার ছাড়া জেলা পরিষদের দিঘিতে মাছ চাষ

 

inside post

 প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে জেলা পরিষদের দিঘিতে টেন্ডার ছাড়া অবৈধভাবে মাছ চাষের অভিযোগ উঠেছে। মুরাদনগর উপজেলার পূর্বধৌল পশ্চিম এলাকায় অবস্থিত পূর্বধৌল দিঘিটি।
স্থানীয় সূত্র জানায়, ২০১৪সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪.০১৯ একরের পূর্বধৌল দিঘিটিতে লিজে মাছ চাষ করেছিলেন একই এলাকার কবির হোসেন। লিজ শেষে কর্তৃপক্ষ এটি সংস্কারের জন্য মাছ চাষ করতে নিষেধ করেন। চলতি ২০২৩ সালের ১০ ডিসেম্বর থেকে দিঘিটিতে মাছ চাষের প্রস্তুতি নেন স্থানীয় কেশব নাগ, তার সহযোগী অন্য এলাকার ইউনূস, জাহাঙ্গীর,শাহজালাল,কালন,ভুবন, মোস্তফা,জালাল ও মনিরসহ কয়েকজন।
স্থানীয় কেশব নাগ বলেন,তিনি দিঘিটির পাড়ের বাসিন্দা হওয়ায় জেলা পরিষদ তাকে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে। তবে এ বিষয়ে আগামী ২৬ ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
জেলা পরিষদ সদস্য মনিরুল আলম দিপু বলেন, দিঘিটি কাউকে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাই টেন্ডার নোটিশ দেয়া হয়নি। তবে নিজ উদ্যোগেই মাছ চাষের পরিকল্পনা নেয়া হয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার বলেন- বিষয়টি সম্পর্কে তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরো পড়ুন