প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২০, ৯:২৫ অপরাহ্ণ
ট্রাক উল্টে যুবক নিহত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রাক উল্টে খোকন মিয়া (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত খোকন উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মধু মিয়ার পুত্র।
ঘটনার প্রত্যেক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে অতিরিক্ত বালু বোঝাই করা একটি ট্রাক উপজেলার চম্পকনগর থেকে আওলিয়াবাজার যাওয়ার পথে একটি উচু ব্রিজে ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের হেলপার খোকন মিয়া ট্রাকের নীচে চাপা পড়ে মারা যায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করায় ময়না তদন্ত ছারাই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com