ট্রাফিক পুলিশের বিচক্ষণতায় গাঁজাসহ তিনজন আটক

মোহাম্মদ শরীফ।।

inside post

শুক্রবার বেলা সাড়ে ১১ টা। কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা। সড়কে শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন এটিএসআই নুরু উদ্দিন। তখন সড়কে যানবাহনের বেশ চাপ।
ট্রাফিক কর্মকর্তা নুরু উদ্দিন একদিকে সড়ক বন্ধ রেখে অন্য দিকে যান চলাচলের জন্য হাত উচিয়ে রাখেন। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশা সড়কের একপাশ দিয়ে চলে যেতে থাকে। বারংবার বাঁশির হুইসেল দিয়েও যখন সিএনজি চালিত অটোরিকশাটি থামানো যাচ্ছিলো না। তখনই সন্দেহ হয় তার। দ্রুতগতিতে অটো রিকশাটি চলতে থাকে।  পেছনে দৌঁড় দেন তিন। প্রায় চার’শ গজ দৌঁড়ে ঝাপিয়ে পড়ে আটক করেন গাড়িটি।  তল্লাশি করে দশ কেশি গাঁজাসহ তিনজনকে আটক করেন।
এটিএসআই নুরু উদ্দিন বলেন, আমার প্রথমেই সন্দেহ হয়েছিলো। যখন আমার সিগনাল না মেনে গাড়িটি চলে যাচ্ছিলো। তখন পেছনে পেছনে দৌঁড়াই। কারণ একটা দুইটা গাড়ির এলোপাথাড়ি চলাচলের কারণে সড়কে দীর্ঘ যানজট লাগে। দৌঁড়ে সিগনাল অমান্যকারী ওই অটোরিকশাটিকে আটক করি। তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগে স্কচটেপ মোড়ানো ১০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে কোতয়ালী মডেল থানায় গাঁজাসহ ওই তিনজনকে হস্তান্তর করি।
গ্রেফতার করা নরসিংদী জেলার মহেশপুর এলাকার মোঃ কাদের মিয়া, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার মতিনগর এলাকার জাকির হোসেন ও বুড়িচং উপজেলার ভবানীপুর এলাকার নোয়াব আলীকে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন