প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মোঃ সানজিদ(১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মোঃ খালেদ হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন নিহতের ফুপা মিলন হোসেন মাস্টার। শুক্রবার ( ৪ অক্টোবর) গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্র ও নিহতের ফুফা গুইবতী হাইস্কুলের শিক্ষক মিলন হোসেন মাস্টার জানান, গুণবতী রেলস্টেশনের গোডাউনের পাশে ফুফুর বাড়িতে কথা বলে বাড়ি ফিরছিলেন সানজিদ। পথিমধ্যে গুণবতী রেলস্টেশনে (৪নং লেনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখে রেললাইনের উপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় (স্টেশনের ২নং লেন) চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের অপর একটি ট্রেনের মুখে পড়ে যান সানজিদ। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন, স্টেশন থেকে একটু দূরে সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com