প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে ডিবি পুলিশকে বহনকারী মাইক্রোবাস চাপায় জিয়াউল হক (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার বাগমারা-বাঙ্গড্ডা-হাসানপুর সড়কের ঝিকটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউল হক (৪০) উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের ছোট মনতলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। জিয়াউল হক দুই ছেলের জনক। এ ঘটনায় জিয়াউল হকের ভাই বেলাল হোসেন নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে পৌনে ১১টার দিকে জিয়াউল হক তার ওয়ার্কশপ বন্ধ করে বাড়ির দিকে রওয়ানা হন। স্কুলের সামনের সড়কের দক্ষিণ পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় জেলা ডিবি পুলিশকে বহনকারী একটি দ্রুতগতির মাইক্রোবাস সড়কের মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জিয়াউল হককে চাপা দিয়ে গাড়িটি উল্টে যায়। এতে জিয়াউল হক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ডিবি পুলিশ সদস্যদের আটক করে রাখেন। পরে পুলিশের উর্ধ্বর্তন কর্তৃপক্ষ এসে তাদেরকে উদ্ধার করে। ডিবি পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীদের তাড়া করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ডিবি পুলিশের সদস্যরাও আহত হন।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) সুরাইয়া আক্তার লাকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। নিহত ব্যবসায়ী জিয়াউল হকের পরিবারকে সমবেদনা জানিয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com