হাসিবুল ইসলাম সজিব।।
ভাঙ্গা বিল্ডিং। একটি মোড়ের নাম। কুমিল্লা মহানগরী ১৩ নং ওয়ার্ড ডুলিপাড়া মোড়ের পাশে অবস্থিত। ভাঙ্গা বিল্ডিং মোড়টি দুই দশক আগে আগে থিরাপুকুরপাড় চৌমুহনী বা ডুলিপাড়া মুচি বাড়ি চৌমুহনী নামে পরিচিত ছিল।
সরেজমিন গিয়ে জানা যায়, জায়গার মালিকানার সমস্যায় ২০০২ সালে ভবনটি ভেঙ্গে ফেলে সামরিক প্রশাসন। স্থানটির আশেপাশে কয়েকটি রিকশা গ্যারেজ থাকায় রিকশা চালকরা তার নাম দেয় ভাঙ্গা বিল্ডিং। রিকশা চালকদের মুখে সাধারণ মানুষ এ নাম শুনতে শুনতে এক সময়ে ভাঙ্গা বিল্ডিং নামে খ্যাতি পায় এলাকাটি।
স্থানীয় সূত্রে জানা যায়, আগে এ জায়গায় নাম ছিল ডুলিপাড়া মুচি বাড়ি চৌমুহনী। মোড়টির পশ্চিমে উত্তর পাশে দোতলা একটি বিল্ডিং ছিল। তাতে ছিল দোকানপাট এবং সাধারণ মানুষের আনাগোনা। সন্ধ্যা হলে আশপাশের মানুষ এবং গ্যারেজের রিকশার চালকেরা এখানে বসে আড্ডা দিতেন। এক সময় ভবনে মানুষের আনাগোনা ছিলো। সন্ধ্যা নামলে জ্বলতো আলো। ২০০২ সালের দিকে ক্লিন হার্টের সময় ভবনটি ভেঙ্গে ফেলা হয়। কালের বিবর্তনে ভবন আজ পরিত্যক্ত বিল্ডিং,চতুর্দিক ভাঙ্গা। বর্তমানে কুমিল্লা নগরীর মানুষ ওই স্থানটিকে ভাঙ্গা বিল্ডিং এলাকা বলে জানে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com