ড্রয়ারের কান্নায় ব্যথিত একটি সন্ধ্যা!
মহিউদ্দিন মোল্লা।।
ড্রয়ার। কাঠ দিয়ে তৈরি। সেই ড্রয়ারও কথা বলে। তার সুখ দুঃখের বর্ণনা দেয়। ড্রয়ার কাঁদে-হাঁসে। এতে ব্যথিত হয় সোমবারের সন্ধ্যাটি। তার সাথে ব্যথিত হয় কিছু মানুষের মনও।
কুমিল্লা সিটি করপোরেশনের মিলনায়তনে আয়োজিত তিনটি বইয়ের পাঠ প্রতিক্রিয়ায় ড্রয়ারের গল্প শুনে ব্যথিত হন উপস্থিত শ্রোতারা। এই গল্প শোনানো হয় ড.সফিকুল ইসলামের লুকোচুরি জীবন গল্পগ্রন্থের ‘ড্রয়ারের উপাখ্যান’ গল্প থেকে। লেখক ড্রয়ারে মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরেন। যে ড্রয়ার তার মালিকের অনিয়ম দুর্নীতির বর্ণনা দিতে থাকে। অনুষ্ঠানে এছাড়াও লেখকের কবিতার বই- যে কথা যায় না বলা ও চিন্তানুরণন দিয়ে আলোচনা করা হয়। বই গুলো নিয়ে আলোচনা করেন শিক্ষক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, জুবাইদা নূর খান ও গবেষক আহসানুল কবীর।
অন্বেষা আলোচনা চক্র আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছড়াকার জহিরুল হক দুলাল। বক্তব্য রাখেন,সংস্কৃতিজন বদরুল হুদা জেনু,আবুল হাসানাত বাবুল, দিলনাশি মোহসেন,কাজী মাহতাব সুমন,নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের কর্মকর্তা মো. আল-আমিন, রুবেল কুদ্দুস,শাহীন শাহ,সুলতানা পারভীন দীপালি,নেইলী দত্ত, আজাদ সরকার লিটন প্রমুখ।
উপস্থাপনা করেন জয়নাল আবেদিন রনি।
অনুষ্ঠানে লেখক ড.সফিকুল ইসলামকে ফুল,উত্তরীয় ও চিত্রকর্ম দিয়ে শুভেচ্ছা জানানো হয়।