কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ
অফিস রিপোর্টার।।
কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়। কান্দিরপাড় থেকে নজরুল এভিনিউতে প্রবেশ মুখের প্রায় ১০০মিটার সড়ক। এখানে ড্রেনের পানিতে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের ময়লা পানির দুর্গন্ধ বাতাসে ভাসছে। এই বেহাল অবস্থা দীর্ঘদিনের। এতে দুর্ভোগে পড়ছেন নগরীর লাখো মানুষ। সড়কটি দ্রুত সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবি নগরবাসীর।
সরেজমিন গিয়ে জানা যায়, এখানের সড়কটি তুলনামূলক সরু। বিভিন্ন স্থানে খানাখন্দ হয়ে আছে। সড়কটি নিচু হওয়ায় পাশের ড্রেনের পানি এখানে এসে জমে। বেশি বৃষ্টি হলে সেই পানি পাশের দোকানে প্রবেশ করে। অনেক দোকানের সামনে সিমেন্ট দিয়ে বাঁধ দেয়া হয়েছে। সড়কের উত্তর পাশে ক্যাত্যয়নী কালী বাড়ি। সড়কে পানি জমে গেলে মন্দিরের সামনের ড্রেনের ওপর দিয়ে মানুষ চলাচল করে। এখানে দোকানের ঝুড়ি ড্রেনের ওপর রাখায় মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। সড়কের দুই পাশে বিদ্যুত ও টেলিফোনের ১০টির মতো খুঁটি রয়েছে। এছাড়া সড়কের পাশে বসছে ফেরিওয়ালাদের ভ্যান গাড়ি। এখানের ভাঙ্গা সড়কে যানজট লাগলে তা পাশের কান্দিরপাড় পূবালী চত্বরেও ছড়িয়ে পড়ে।
স্থানীয় চশমা ব্যবসায়ী জিয়াউল হক বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে ব্যবসায়ী ও পথচারীরা দুর্ভাগে পড়ছেন। এখানে সড়কটি উঁচু পর সংস্কার করতে হবে।
পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু বলেন, দুই বছর ধরে এইখানের সড়কটি ভাঙ্গা। মাঝে মাঝে খোয়া ফেললেও আগের অবস্থায় ফিরে যায়। সড়ক ভাঙ্গা ও জলাবদ্ধতার কারণে মন্দিরে যাায়াতকারী ও সড়কের পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। সড়কটির দ্রুত সংস্কার দাবি করছি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন,দীর্ঘদিন থেকে দেখছি সড়কের এই অংশের বেহাল অবস্থা। এখানে সড়ক উঁচুর পর সংস্কার করতে হবে। বিদ্যুত ও টেলিফোনের খুঁটি পরিকল্পিতভাবে সরাতে হবে। ড্রেনের ওপর দোকানের ঝুড়ি ও সড়কের পাশের ফেরিওয়ালাদের সরাতে হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র মনজুর কাদের মনি বলেন, কান্দিরপাড় থেকে নজরুল এভিনিউতে প্রবেশ মুখের ১০০মিটার সড়কের খারাপ অবস্থা নজরে পড়েছে। বিভিন্ন সময়ে এখানে খোয়া ফেলা হয়েছে। এই সড়কটি পানি জমে নষ্ট হয়ে যায়। তাই এখানে আরসিসি সড়ক করা হবে। দ্রুত সংস্কারের বিষয়ে মেয়র মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com