মাহফুজ নান্টু।
কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় কোরবানির জন্য কিনে আনা একটি গরু ড্রেনে পড়ে যায়। মঙ্গলবার ভোরের এই ঘটনার খবর পেয়ে পৌনে চার ঘন্টা চেষ্টা করে গরুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নগরীর ধর্মসাগর পশ্চিমপাশের ড্রিমপার্ক আবাসিক ভবনের বাসিন্দা সহকারী অধ্যাপক মুহিবুবুল হক ছোটন বলেন, গ্রাউন্ড ফ্লোরে কোরবানির জন্য গরু বেঁধে রাখা হয়েছিলো। ভোর ৫ টায় চিৎকার শুনে এসে দেখি কোরবানির জন্য কিনে আনা একটি গরু পানি নিষ্কাশনের ড্রেনে পড়ে যায়। ড্রেনটি সরু হওয়ায় গরুটি নড়াচড়া করতে পারছিলো না। সকাল ৯ টায় গরুটিকে উদ্ধার করা হয়।
গরুর মালিক মোঃ সফিক কুমিল্লা সিটি কর্পোরেশনে কর্মরত। তিনি জানান, মঙ্গলবার ভোরে গরুটি পানি নিষ্কাশনের ড্রেনে পড়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার করেন।
কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, পানি নিষ্কাশনের ড্রেনটি সরু হওয়ায় গরুটি উদ্ধার করতে বেগ পেতে হয়। পৌনে চার ঘন্টার অভিযানে আমরা গরুটি উদ্ধার করতে সক্ষম হই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com