বিসিএস সাধারণ শিক্ষা সমিতি;
ড. আবু জাফর খান সহ-সভাপতি পদে নির্বাচিত
আবু সুফিয়ান রাসেল।।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন -২০২২ এ সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আবু জাফর খান। তিনি কুমিল্লা নোয়াখালী অঞ্চলের চারজন প্রতিদ্বন্দ্বীর মাঝে ৩ হাজার ৯৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকী তিনজন প্রার্থী প্রফেসর মো. সাহেদুল কবির ৩ হাজার ৫২৪ ভোট, মো. মিজানুর রহমান ৩ হাজার ৪০৩ ভোট ও মো. জাকির হোসেন শিকদার ৫১৩ ভোট পেয়েছেন। প্রফেসর ড. আবু জাফর খান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান বলেন, নির্বাচন কমিশন থেকে আমরা প্রাথমিক ভাবে লিখিত এ ফলাফল পেয়েছি। অধ্যক্ষ স্যারের বিজয়ে ভিক্টোরিয়া কলেজ পরিবার আনন্দিত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, সারাদেশের শিক্ষা ক্যাডারদের অভিবাদন। কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সহকর্মীরা আমাকে ভোট দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞ। বিসিএস সাধারণ শিক্ষা পরিবারের সকল সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা পেশাগতভাবে যৌক্তিক সকল দাবীতে আমরা এক হয়ে কাজ করবো। শিক্ষা ক্যাডারদের অধিকার আদায়ে স্বোচ্ছার থাকবো সবাই। সবার দোয়া চাই।
প্রসঙ্গত, প্রফেসর ড. আবু জাফর খান ১৯৬৬ সালের ৩১ অক্টোবর চাঁদপুর জেলার উত্তর মতলবের ঠাকুরচর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৩ সালে ১১তম বিবিএস এর মাধ্যে শিক্ষা ক্যাডারে যুক্ত হন। ২০০১ এক সালে ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ২০১৬ সালে অধ্যাপক হিসাবে পদোন্নতি লাভ করেন। পূর্বে তিনি গণিত বিভাগের প্রধান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ৮ আগস্ট থেকে একই কলেজের অধ্যক্ষ হিসাবে পদোন্নতি লাভ করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com