প্রবাসী শ্রমিকের ঈদ
...........................
তোমরা যখন কিনছো জামা
পান্জাবি আর বেনারসি শাড়ি,
আমরা তখন চিন্তাক্লিষ্ট
যেন বেশি টাকা পাঠাতে পারি।
তোমরা যখন করছো ফুর্তি
আনন্দ আর আহলাদি,
আমরা তখন বিষণ্নতায়
গুমড়ে গুমড়ে করছি আহাজারি।
তোমরা যখন খাচ্ছো সেমাই
পোলাও কোরমা পায়েস জর্দা ভারী,
আমরা তখন পাউরুটি কলা
দলা পাকিয়ে কোনরকমে গিলি।
তোমরা যখন চাঁদের হাটে
পরিজন আর আত্মীয়-স্বজন মিলে,
আমরা তখন একলা বসে
বিড়বিড় করি কথা উড়াই আকাশে।
তোমরা যখন মেলা দিনের ঈদ ছুটিতে
ঘুরছো ফিরছো দাওয়াত খাও আলস্যে,
আমরা তখন ছুটি বিহীন
অফিস করি কামলা খাটি
মুখে নকল হাসি রেখে।
তোমাদের ঐ রঙিন কাপড়
হাসিমুখ আর সুখের জীবন দেখে,
আনন্দাশ্রু ফেলছি কেবল
অভাগা এ পরবাসে বসে।
......
................................
ঈদগাহ কোণে
..............
ঈদের সকাল চুলার আঁচে
মায়ের মুখের লাল আভা,
সবার মুখে সেমাই দিয়ে
মায়ের মুখে হাসির প্রভা।
.
সবাই যখন ঈদগার কোণে
মজা কেনে
এতিম ছেলেটা দূরে থেকে
অশ্রু মুছে।
.
বাবার হাতের আঙ্গুল ধরে
ঈদে যাই
ঈদি দিয়ে বেলুন-খেলনা কিনি, আর
মজা খাই।
.
এ বাড়িতে পোলাও কোর্মা
সেয়াই সেমাই,
ও বাড়িতে লবণ আনতে
পানতা ফুরায়।
.
এ বাড়িতে নানান পদের
রান্নার ধোঁয়া
ও বাড়িতে হাহাকারের
শ্বাসের ধোঁয়া।
.
-ড. সফিকুল ইসলাম: কবি, লেখক ও গবেষক।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com