প্রতিনিধি।।
ঢাকার মিটফোর্ড হসপিটালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে পাথর দিয়ে থেতলিয়ে নৃশংসভাবে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।
শনিবার বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে হায়দার শপিং কমপ্লেক্সের সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রঐক্যের নেতা জাহিদ তালুকদার, ইফতেখার উদ্দিন মেশকাত, সৈয়দ কামরুল। বক্তারা গত ৯ই আগস্ট ঢাকার মিডফোর্ডের সামনে আলোচিত হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সারাদেশে খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com