প্রতিনিধি।।
ঢাকা-কুমিল্লা সরাসরি রেল লাইন স্থাপিত হলে যাতায়াতে ৪ঘন্টা সময় বাঁচবে। এতে খরচ যেমন কমবে তেমনি সময় বাঁচবে। দুর্ভোগ থেকে মানুষ রক্ষা পাবে। এ প্রকল্পটি বাস্তবায়ন করা হলে চাকরিজীবী-কর্মজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ কম সময়ে ও কম খরচে কুমিল্লা-ঢাকা-কুমিল্লা যাতায়াত করতে পারবেন। কুমিল্লা পর্যন্ত বিস্তৃত হবে রাজধানী ঢাকা। ঢাকার উপর কমবে আবাসিক চাপ। কুমিল্লায় থেকে ঢাকায় অফিস করা যাবে। বর্তমান রেলপথে ঢাকা-কুমিল্লা যাতায়াতে অন্তত ৬টি জেলা ঘুরে যেতে ৫ ঘন্টা সময় লাগে।
শুক্রবার বিকেলে কুমিল্লার একটি হোটেলে ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন বাস্তবায়ন পরিষদের সভায় এই তথ্য তুলে ধরা হয়। দাবির যৌক্তিকতা তুলে ধরে উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও হুইপ মনিরুল হক চৌধুরী। বাস্তবায়ন পরিষদের সভাপতি মো: আলী আশ্ববের সভাপতিত্বে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। পরিষদের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আবু তালেব ও অ্যাড. মু.আখতার হোসেইন প্রমুখ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com