প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ
প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কার কাজ চলার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই কারণে মহাসড়কের কুমিল্লার মাধাইয়া এলাকা থেকে ঢাকামুখী সড়ক একরকম বন্ধই বলা চলে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যানবাহনের যাত্রীরা।
[caption id="attachment_19705" align="alignnone" width="655"] বিকল্প সড়ক ব্যবহার করতে মাইকিং করে প্রচার করছে সওজ।[/caption]
সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা সূত্রে জানা গেছে, গৌরীপুর এলাকায় সংস্কার কাজ চলছে। যে কারণে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত এই মহাসড়কে তীব্র যানজট লেগেছে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। ভোগান্তি কমাতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। মহাসড়কের বিভিন্ন এলাকায় মাইকিং করে যানজটের ভোগান্তি এড়াতে ব্রাহ্মণবাড়িয়া সড়কসহ বিকল্প সড়কগুলো ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। সাথে সময় নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। এদিকে সড়কের যত্রতত্র যাত্রী উঠানামা না করতে কঠোর হুশিয়ারি দিয়েছে হাইওয়ে পুলিশ।
সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, আমরা সর্বোচ্চ প্রচার করে যাচ্ছি যেন মানুষের ভোগান্তি না হয়। সড়কের কাজ বন্ধ রাখলে ভোগান্তি আরও বাড়বে। সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করবো যেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে যাতায়াত করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com