বহুতল ভবন পেয়ে খুশি শিক্ষার্থীরা
প্রতিনিধি।।
তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। একই সাথে এই বিষয়ে শিক্ষকদেরও নজর দিতে হবে। মঙ্গলবার কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সাকছি সৈয়দবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবন সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি আরো বলেন, চৌদ্দগ্রাম একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে মাদকের প্রভাব রয়েছে। মাদক থেকে তরুণদের রক্ষায় অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে ভূমিকা রাখতে হবে। বাল্য বিয়ের কুফলের বিষয়ে তিনি বলেন, একজন সুস্থ্য মা ছাড়া একজন স্বাস্থ্যবান সন্তান আশা করা যায় না। তাই বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে।
এদিকে স্কুলের বহুতল ভবন পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের বক্তব্য,এতদিন শ্রেণী কক্ষ সংকট ছিলো। নতুন ভবন হলে আমাদের সংকট কেটে যাবে।
বিদ্যালয়টির উদ্যোক্তা সদস্য প্রকৌশলী সৈয়দ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ভুলকরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরে আলম ফারুকীর সঞ্চালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক, চৌদ্দগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সৈয়দ মকবুল আহামেদ, দাতা সদস্য আবুল কালাম আজাদ,বিসিআইসির সাবেক ডিজিএম শহীদুল্লাহ ভূঞাঁ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com