প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, ৭২'র সংবিধান একটি ফ্যাসিস্ট সংবিধান। এ সংবিধানের অধীনে যে নির্বাচিত হবে সেই ফ্যাসিস্টে পরিণত হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে আমরা সরাতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। আমরা এমন একটি নতুন রাজনৈতিক দল গঠন করবো যার মাধ্যমে এদেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে। আমরা মনে করি তরুণ প্রজন্ম জেগে উঠেছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে। যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই আগামীতে এই দেশের নেতৃত্ব দিবে। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আহতদের সহায়তা প্রদান ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
কুমিল্লা মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাশেদুল হাসান সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ইফফাত জাহানারা নাদিয়া, কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল মাহমুদ, মাহমুদুল হাসান, আদর্শ সদর উপজেলার সমন্বয়ক হাফসা আক্তার প্রমুখ।
তারিকুল ইসলাম আরো বলেন, জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি খুনিরা এখানো অধরা। খুনিরা পতিত স্বৈরাচার হাসিনার নির্দেশে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। নতুন বাংলাদেশে পতিত খুনি শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com