প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ
তারা ব্যাটিং বোলিং করে হুইল চেয়ারে বসে!
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
শারীরিক প্রতিবন্ধকতা বাধা হতে পারে না, সুযোগ পেলে তারাও বয়ে আনতে পারে দেশ-জাতির জন্য সম্মান। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় শেখ রাসেল চার বিভাগীয় টি-১০ হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম দিনের দুই রাউন্ডে রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ বিজয়ী হয়।
শনিবার (১৪ অক্টোবর) সকালে ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী দুই দিনব্যাপী এই টুর্র্নামেন্টের উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.এইচ.এম মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগ থেকে বিভিন্ন জেলার ৫০ জন প্রতিবন্ধী খেলোয়াড় চারটি টিমে অংশ নেয়। সকালে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে ব্যাটিংয়ে নেমে ঢাকা বিভাগ ১০ ওভারে ১০৪ রান করে। এর জবাবে রাজশাহী বিভাগে ৮ উইকেট হাতে রেখেই জয় লাভ করে। দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম বিভাগ ব্যাটিংয়ে নেমে ৯৬ রান করে। জবাবে সিলেট বিভাগ মাত্র ৮৪ রানে অলআউট হয়ে পরাজয় বরণ করে। খেলায় হুইল চেয়ারে বসেই তারা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করে। এ দৃশ্য নজর কাড়ে উপস্থিত দর্শকদের।
এদিকে এই ধরণের মহৎ আয়োজনে অংশ নিতে পেরে দারুণভাবে উচ্ছ্বসিত প্রতিবন্ধকতাকে জয় করা খেলোয়াড়রা। ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা হেদায়েতু্ল আজিজ মুন্না বলেন, 'প্রতিবন্ধকতাকে জয় করেই আমাদের এগিয়ে চলা। সুযোগ-সুবিধা পেলে আমরাও ছুটতে পারবে দুর্বার গতিতে। আর সেই সাথে বিশ্ব মানচিত্রে দেশের পতাকাকে করবো সুমজ্জ্বল।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com