প্রতিনিধি।।
নারিকেল, আম,তাল , জাম, নিম ,কাঁঠাল ও বেলের গাছে প্রকৃতি সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। সে লক্ষে জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন দপ্তর ও সংস্থার মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে। তার মধ্যে মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ পরিচালকের কার্যালয় প্রাঙ্গণে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির মাঝে ৫০০ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ পরিচালক আইউব মাহমুদসহ অন্যান্যরা । বিএডিসি সৈয়দপুর হর্টিকালচার ও সরকারি হর্টিকালচার সেন্টারের এই ৫০০ চারা সরবরাহ করে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com