তিতাসে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

তৌফিকুল ইসলাম,তিতাস :
কুমিল্লার তিতাসে এসএসসি ও দাখিল-২০২৫ইং সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (২১জুলাই)  উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

inside post

অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যাহ, উপজেলা প্রকৌশলী ইঞ্জি. মোঃ শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া-মোনাজাত করা হয়। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার মোট ৪১জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো পড়ুন