আবু সুফিয়ান রাসেল।।
লাউ, সিম, কুমড়া, ঢেড়স, বরবটি ও করলা বীজ বিতরণ করা হয়েছে শিশুদের মাঝে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সেরনেটি বুড়িচং- ব্রাহ্মণপাড়া ও গোমেতি সংবাদের আয়োজনে তিনশত শিশুর হাতে ছয় প্রকার বীজ তুলে দেন অতিথিরা।
কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এই আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, শংকুচাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহ হাসান সারোয়ার, শিশু সংগঠক মো. ইলিয়াস হোসাইন, ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আবু সুফিয়ান রাসেল, সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ প্রমুখ। গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. কাউছার আলম।
এতে বক্তারা বলেন, বৃক্ষ রোপন সাদকা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো মুসলমান গাছ লাগায়, অথবা কোনো ফসল বোনে, আর মানুষ, পাখি বা পশু তা থেকে খায়, এটা রোপণকারীর জন্য সদকা হিসেবে গণ্য হয়।
(ছবি: ইলিয়াস হোসাইন।)
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com