তিন ছাত্রীর খাবারের বক্সে বিষ, হাসপাতালে শিক্ষার্থী

 প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় এক উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ মিশিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৯ম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন শিক্ষার্থীর স্বজনরা।
বিদ্যালয়ের ৯ম শ্রেণীর অসুস্থ শিক্ষার্থী শাহিনুর আক্তার জানান, বাড়ি থেকে টিফিন বক্সে দুপুরের খাবার নিয়ে এসে তারা সেগুলো বিদ্যালয়ের লাইব্রেরীতে রাখেন। সোমবার টিফিনের সময় তারা ওই টিফিন বক্স থেকে খাবার খাওয়ার সময় বিষের গন্ধ পান। একই সময়ে মীম ও মুন্নি নামে আরও দুইজন টিফিন বক্স খুলে বিষের গন্ধ পায়। কিন্তু তারা ভাতগুলো খায়নি। সে কিছুটা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। শিক্ষকরা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই শিক্ষার্থী আরও জানান, বেশ কিছুদিন যাবৎ বিদ্যালয়ের কিছু ছাত্র একই বিদ্যালয়ের দুই শিক্ষককে জড়িয়ে তাদেরকে কুরুচিপূর্ণ কথা বলে। পিছন থেকে ঢিল ছুড়ে বিরক্ত করতো।
শিক্ষার্থী শাহিনুর আক্তারের মা আকলিমা আক্তার জানান, বিদ্যালয়ে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল জানান, শিক্ষার্থীরা বাড়ি থেকে ওই খাবার এনেছে। সেগুলো নিয়ে প্রাইভেটও পড়েছে। এখন ওই খাদ্যদ্রব্যে বিষ কোথা থেকে এসেছে তাও সঠিক বলা সম্ভব নয়। এছাড়া খাদ্যদ্রব্যগুলো আমরা পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছি, সেখানে পরীক্ষা হয় না। ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছে। আমরা সেখানেই নিয়ে যাবো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, ওই ছাত্রীকে আমরা বিষক্রিয়ার রোগী হিসেবেই চিকিৎসা দিচ্ছি। তবে ওই খাদ্যদ্রব্য ল্যাব পরীক্ষা ছাড়া কোন কিছুই বলা যাবে না। আমরা পরীক্ষার মাধ্যমেই বিষয়টি নিশ্চিত করবো।

 

inside post
আরো পড়ুন