প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২১, ৬:০৫ অপরাহ্ণ
তৈলবাজ গুটিবাজদের ইতিকথা …..মোঃ রাশেদ আলম
চারিপাশ এখন গুটি তৈলবিষে বিষাক্ত।
কান পড়ার বিষাক্ত বিষে
ভালো খুঁটি গুলো হচ্ছে নড়বড়ে।
আমি গুটিবাজ, মালিশ করা আমার কাজ,
মালিশে মালিশে সবকিছু করতে পারি সালিশ।
আমি বাবু সবকিছু করবো কাবু।
সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলা,
আমি যে মস্ত বড় গিরগিটী।
উলট পালটের সূত্র করেছি আবিষ্কার,
তাইতো হাতিয়ে নিব সব পুরষ্কার।
করিতে পারি না কোন কাজ, তাতে কি?
সব কিছু চাপিয়ে দেওয়া যে আমার কাজ।
গুটিবাজ,তেলবাজ, গিরগিটী,
চামচিকে, হিসকি চোরারা
ধান্দায় সব কিছু করবে গান্ধা,
খাবে কি? তাতে কি?
জমা আছে কিছু গুটি আনবে শুধু দুইটা রুটি।
করবে খুনসুটি নেড়ে দিবে সব নাড়িভুড়ি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com